মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো ২০২৭ সালে হতে চলা মেয়েদের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড় থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছে। দেশ দুটি ২০৩১ সালে বিশ্বকাপ আয়োজনকে অগ্রাধিকার দেবে। ইউএস সকার এবং মেক্সিকান ফুটবল ফেডারেশন সোমবার যৌথভাবে সিদ্ধান্তের কথা জানিয়েছে।
২০২৬ সালে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে ছেলেদের ফুটবল বিশ্বকাপের আয়োজক। এর দুবছর পর যুক্তরাষ্ট্রের শহর লস অ্যাঞ্জেলেসে বসবে অলিম্পিক আসর। অল্প সময়ের ব্যবধানে বৈশ্বিক আসরের চাপ সামলানো হবে বেশ কঠিন কাজ। তার উপর স্পন্সরশিপ পাওয়াটাও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এসব বিবেচনায় নিয়ে মেয়েদের ফুটবল বিশ্বআসরের আয়োজক এখনই হতে চাইছে না যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
মেয়েদের ফুটবল বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে রয়েছে ব্রাজিল। তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে যৌথভাবে থাকছে ইউরোপের তিন দেশ বেলজিয়াম, জার্মানি এবং নেদারল্যান্ডস। আগামী ১৭মে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসবে ফিফা কংগ্রেস। সেদিন ভোটাভুটির মাধ্যমে নির্ধারিত হবে ২০২৭ বিশ্বকাপের আয়োজক।
ব্রাজিল আয়োজক হলে লাতিন অঞ্চলের মধ্যে তারা মেয়েদের ফুটবল বিশ্বকাপের প্রথম স্বাগতিক দেশ হবে। জার্মানি ২০১১ বিশ্বকাপের একক আয়োজক ছিল।








