চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ওমেন্স সুপার লিগ ‘ট্রায়াল প্রজেক্ট’, শুরু ১০ জুন

KSRM

 

এশিয়ায় মেয়েদের প্রথম ফ্র্যাঞ্চাইজি ফুটবল বাংলাদেশে হওয়া নিয়ে ছিল বাড়তি উন্মাদনা। তবে সময় যতো গড়াচ্ছে, লিগের পর্দা ওঠা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা। দুই দফা পেছানোর পর টুর্নামেন্ট শুরুর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ জুন। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ‘ওমেন্স ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ’কে একটি ট্রায়াল প্রজেক্ট হিসেবে আখ্যা দিয়েছেন।

Bkash July

সোমবার বিকালে বাফুফে ভবনে বসেছিল ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির জরুরি বৈঠক। মেয়েদের ফ্রাঞ্চাইজি লিগ নিয়ে সিদ্ধান্ত নিতেই ডাকা হয় জরুরি সভা। এরপর সাংবাদিকদের জানানো হয়, চার দলের আসর ১২-১৩ দিনের মধ্যে আয়োজন করা হবে।

কাজী সালাউদ্দিন বলেন, ‘ফিফা উইন্ডো শুরু হবে। তাই ওমেন্স সুপার লিগ দ্রুত শুরু করতে চাচ্ছি। ফিফা উইন্ডো শুরু হলে বিদেশি খেলোয়াড় পাওয়া যাবে না।’

Reneta June

টুর্নামেন্ট পরিচালনার জন্য কে স্পোর্টসকে দায়িত্ব দিয়েছে বাফুফে। এ সম্পর্কে ফেডারেশন সভাপতির ব্যাখ্যা, ‘দীর্ঘমেয়াদী নয়, আমরা ট্রায়াল হিসেবে তাদের এক বছরের জন্য অনুমতি দিয়েছি। যদি আমরা এই লিগ সফলভাবে চালাতে পারি এবং মানুষ এটা গ্রহণ করে, তাহলে এটা আমরা পাঁচ থেকে দশ বছরের জন্য টুর্নামেন্টের টেন্ডার করব। এখন এটা ট্রায়ালভিত্তিক করা হচ্ছে। ব্যক্তিগতভাবে এ ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নাই। পৃথিবীতে একমাত্র ভারতেই (ছেলেদের) ফ্রাঞ্চাইজি ফুটবল হয়।। আমরা চেষ্টা করে দেখি মডেলটা কী আসে।’

বাফুফের সঙ্গে কে স্পোর্টসের কেমন সমঝোতা হয়েছে জানতে চাইলে কাজী সালাউদ্দিন বলেন, ‘কে স্পোর্টস ২০ লাখ টাকা দেবে। অনূর্ধ্ব-১৭ সাফ যারা চ্যাম্পিয়ন হয়েছে, তাদের আমরা আর্থিক সুবিধা দিতে পারিনি। তাই আমি প্রস্তাব করেছি এই টাকাটা যেন মেয়েদের দিয়ে দেয়া হয়।’

টুর্নামেন্ট শুরুর বাকি মাত্র ১২ দিন। বিদেশি খেলোয়াড়দের এত দ্রুত কীভাবে আসা সম্ভব হবে এমন প্রশ্ন বাফুফে সভাপতিকে করা হয়েছিল। উত্তরে মেলেনি স্পষ্ট জবাব, ‘এজন্যই আজ জরুরি সভা। জরুরি হল খেলা।’

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View