চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

করোনা ভ্যাকসিন নিয়ে ডব্লিউএইচও’র নতুন সুপারিশ

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লুএইচও) করোনা ভ্যাকসিনের ব্যবহার নিয়ে কিছু নতুন সুপারিশ দিয়েছে। তারা পরামর্শ দিয়েছে, সুস্থ শিশু এবং কিশোর-কিশোরীদের বুস্টার ডোজ নেওয়ার এখনই কোনো প্রয়োজন নেই। তবে বয়স্ক এবং যাদের অবস্থা ঝুঁকিপূর্ণ তাদের শেষ টিকা গ্রহণের ৬ থেকে ১২ মাসের মধ্যে বুস্টার ডোজ দিতে হবে।

জাতিসংঘের সংস্থাটি বলেছে, কোভিড-১৯ থেকে গুরুতর রোগে আক্রান্ত হবার সম্ভাবনা এবং মৃত্যু হুমকির সম্মুখীন ব্যক্তিদের সম্ভাব্য বিপদ থেকে দূরে রাখাই এর উদ্দেশ্য।

প্রাপ্তবয়স্ক এবং যেসব অল্পবয়স্ক ব্যক্তিদের শারীরিক অসুস্থতা রয়েছে, তাদের ‘বয়স এবং ইমিউনোকম্প্রোমাইজিং’ এর ওপর ভিত্তি করে সর্বশেষ ডোজ নেওয়ার ৬ বা ১২ মাসের মধ্যে বুস্টার ডোজ দিতে হবে। কোভিড-১৯ এর ভ্যাকসিন এবং বুস্টার ডোজ সকল বয়সের জন্য নিরাপদ। তবে  খরচ এবং কার্যকারিতার মতো অন্যান্য বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে এই সুপারিশ করা হয়েছে।

ডাব্লুএইচও গত বছরের সেপ্টেম্বরে বলেছিল, মহামারি সমাপ্তির পথে। কিন্তু মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, তাদের সর্বশেষ এই পরামর্শ বর্তমান রোগের চিত্র এবং বিশ্বব্যাপী রোগ প্রতিরোধের ক্ষমতার মাত্রাকে প্রতিফলিত করে।

সংস্থাটি এ বিষয়ে জরুরী প্রচেষ্টা গ্রহণের আহ্বান জানিয়েছে। মহামারি চলাকালীন নিয়মিত টিকাগুলো না দেয়া এবং হামের মতো ভ্যাকসিন প্রতিরোধযোগ্য রোগের বৃদ্ধির বিষয়েও এসময় সতর্ক করা হয়েছে।