বিদেশিরা নির্বাচনে সন্তুষ্ট কি না সেটি তাদের ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব কিছু করছে সরকার, তবে তাতে বিদেশিরা সন্তুষ্ট কি না সেটি তাদের ব্যাপার। ভারত মহাসাগরীয় সম্মেলন নিয়ে সংবাদ সম্মেলন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিদেশিরা শুধু সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে সহযোগিতা করতে পারে। সরকার নিজেদের খরচে দ্রুত সুদান থেকে বাংলাদেশিদের ফেরত আনছে বলেও জানান প্রতিমন্ত্রী।