বিশ্বকাপে ফাইনালের হ্যাটট্রিকম্যান এমবাপে কী পেলেন?
১৯৬৬ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। সেবার ইংল্যান্ড হারেনি। একবারই বিশ্বকাপ জিতেছিলো তারা। কিন্তু ২৩ বর্ষী ফুটবলার ফাইনালে হ্যাটট্রিক করেও জিততে পারলে না বিশ্বকাপ ট্রফি।