এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টুয়েন্টিতে এমআই এমিরেটসে খেলেছেন সাকিব আল হাসান। একই দলের হয়ে খেলেছেন মুহাম্মদ ওয়াসিম। সংযুক্ত আরব আমিরাত ওপেনারের মতে, সাকিব একজন সত্যিকারের কিংবদন্তি এবং তাদের বড় ভাইয়ের মতো।
দুই বছর পর বিপিএল খেলতে এসেছেন ওয়াসিম। আরব আমিরাত ব্যাটার নিজের প্রথম ম্যাচটা রাঙিয়েছেন বেশ। নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের ৪ উইকেটে জয়ের ম্যাচে খেলেছেন ৩৫ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস। পরে সংবাদ সম্মেলনেও আসেন। সেখানে জানান, সাকিবের দেয়া মন্ত্র অনুসরণ করেই ভালো করতে পেরেছেন।
‘সাকিব ভাই আমাদের বড় ভাইয়ের মতো। আমি তার সাথে অনেক ক্রিকেট খেলেছি এবং তিনি বাংলাদেশের ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। তিনি একজন কিংবদন্তি, সত্যিকারের কিংবদন্তি। মাঠের ভেতর এবং বাইরে তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশে (খেলার জন্য) আমি কী করতে পারি, তিনি আমাকে কিছু টিপস দিয়েছিলেন এবং আজ আমি সেগুলো কাজে লাগিয়েছি।’
ভালো পারফরম্যান্স করে দলের জন্য অবদান রাখতে পেরে বেশ খুঁশি ওয়াসিম। জানালেন, ধারবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। বলেছেন, ‘ভালো লাগছে। আমার পারফরম্যান্সে আমি খুব খুশি। দলের জন্য অবদান রাখতে পেরেছি এবং বিপিএলে প্রথমবার ম্যাচ সেরা হয়েছি। সামনের ম্যাচগুলোতেও আমি এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।’








