চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী বরখাস্ত

KSRM

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে বলে ঘোষণা করেছেন, দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ।

বিবিসি জানিয়েছে, গতকাল (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রোববার রাতে রাজধানী কিয়েভে একটি ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে নতুন করে সাজানোর সময় এসেছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি যে মন্ত্রণালয়ে নতুন পদ্ধতি প্রণয়ন এবং একই সাথে সামগ্রিকভাবে সামরিক ও সমাজিক মিথস্ক্রিয়া করার জন্য ঢেলে সাজানোর প্রয়োজন।

Bkash

ইউক্রেনীয় মিডিয়ার ধারণা, ৫৭ বছর বয়সী রেজনিকভ লন্ডনে কিয়েভের নতুন রাষ্ট্রদূত হবেন, কারণ সেখানে তিনি সিনিয়র রাজনীতিবিদদের সাথে সুসম্পর্ক গড়ে তুলেছেন। তিনি নিয়মিত ইউক্রেনের পশ্চিমা মিত্রদের সাথে বৈঠকে যোগ দিচ্ছেন এবং অতিরিক্ত সামরিক সরঞ্জামের জন্য লবিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

রেজনিকভের উত্তরসূরি হয়ে নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন, ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পত্তি তহবিল পরিচালনাকারী রুস্তেম উমেরভ। রেজনিকভ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর আগে থেকেই মন্ত্রণালয়ের নেতৃত্ব দিয়ে আসছিলেন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View