চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ প্রসঙ্গে যা বললেন ডিজনি সভাপতি

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি ডেপকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু অ্যাম্বার হার্ড ডেপের বিরুদ্ধে গৃহ-সহিংসতার অভিযোগ আনার পর ডিজনি তাকে বর্জন করে এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি ডেপকে ছাড়া অসম্পূর্ণ। কিন্তু অ্যাম্বার হার্ড ডেপের বিরুদ্ধে গৃহ-সহিংসতার অভিযোগ আনার পর ডিজনি তাকে বর্জন করে এবং ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়। সম্প্রতি ডিজনি সভাপতিকে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ ছবি নিয়ে জিজ্ঞেস করা হলে জনি ডেপ প্রসঙ্গে কিছুই না বলে কৌশলে উত্তর দিয়েছেন তিনি।

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি নিয়ে প্রশ্ন করা হলে নিউ ইয়র্ক টাইমসে দেয়া সাক্ষাৎকারে ওয়াল্ট ডিজনি স্টুডিওজ মোশন পিকচার প্রোডাকশনের সভাপতি সিন বাইলে বলেছেন, ‘আমার মনে হয় আমাদের খুব ভালো ও এক্সাইটিং একটি গল্প আছে সিনেমাটির জন্য। আগের ছবিগুলোর চেয়ে একেবারে আলাদা কিছু হতে চলেছে।’ কৌশলে জনি ডেপের প্রসঙ্গ এড়িয়ে গেছেন সিন বাইলে।

তবে হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে ফ্র্যাঞ্চাইজিটির প্রযোজক জেরি ব্রাকহাইমার ইঙ্গিত দিয়েছিলেন ডেপ সিরিজে ফেরার। হলিউড রিপোর্টারে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘ব্যক্তিগত বিষয়ের প্রভাব শিল্পীর মেধা ও কাজে পড়া উচিত নয়।’

জনি ডেপের ফেরা প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এই প্রসঙ্গে আপনারা ডিজনিকে জিজ্ঞেস করুন। আমি আসলেই জানি না। তাকে সিনেমায় পেলে আমি খুব খুশি হবো। তিনি আমার বন্ধু, দারুণ অভিনেতা। দুঃখজনক হলো ব্যক্তিগতজীবনের প্রভাব সবকিছুতেই পড়ছে।’

জনি ডেপকে ২০০৩ সালের ‘পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান : দ্য কার্স অফ ব্ল্যাক পার্ল’-এ প্রথম পাইরেট সর্দার ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভূমিকায় দেখা যায়। এরপর তিনি একই ভূমিকায় ফেরেন ‘ডেড ম্যান’স চেস্ট’ (২০০৬), ‘অ্যাট ওয়ার্লডস এন্ড’ (২০০৭), ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এবং সর্বশেষ ‘ডেড মেন টেল নো টেলস’ (২০১৭) ফিল্মগুলোতে।

সূত্র: বলিউড হাঙ্গামা