চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নতুন রাষ্ট্রপতি নির্বাচন ১৯ ফেব্রুয়ারি

দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ১৯ ফেব্রুয়ারি (রোববার) অনুষ্ঠিত হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি (রোববার) মনোনয়নপত্র জমা এবং ১৩ ফেব্রুয়ারি (সোমবার) যাচাই বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের মনোনায়ন দাখিল ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করার পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এ কথা জানান।

বিধি অনুসারে রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার, যিনি এ নির্বাচনের নির্বাচনী কর্মকর্তা। প্রার্থীর সংখ্যা একজনের বেশি না হলে যিনি মনোয়নয়নপত্র জমা দেবেন তাকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর একাধিক প্রার্থী হলে সংসদের অধিবেশন কক্ষে বিধিমালা অনুযায়ী ভোট হবে।

উল্লেখ্য, ২৩শে এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন তিনি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ শেষ হবার আগের ৬০ থেকে ৯০ দিনের মধ্যে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের বাধ্যবাধকতা থাকায় এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

Labaid
BSH
Bellow Post-Green View