এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভিয়েতনামের সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা রাশিয়ার অন্যতম অগ্রাধিকার।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, নর্থ কোরিয়ায় সফর শেষে আজ ভিয়েতনামে গেছেন ভ্লাদিমির পুতিন। পরে রাজধানী হ্যানয়ে ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম এর সাথে দেখা করেন রুশ প্রেসিডেন্ট। এসময় তো লাম ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে জয়ী হওয়ায় অভিনন্দন জানিয়েছেন।
ভ্লাদিমির পুতিনকে লাল গালিচায় স্বাগত জানানোর পরে তো লাম বলেন, রাশিয়ান জনগণের আস্থার ওপর ভিত্তি করে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রতিরোধ্য সমর্থন পাওয়ায় আমাদের কমরেডকে অভিনন্দন।
যদিও যুক্তরাষ্ট্র এই সফরের সমালোচনা করে বলেছে, প্রেসিডেন্ট পুতিনের ভিয়েতনামে সরকারি সফর তাকে বিচ্ছিন্ন করার আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে তুলবে।







