চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মারা গেছেন কিংবদন্তী ম্যাক্সিকান গায়ক ভিসেন্তে ফার্নান্দেজ

কিংবদন্তী ম্যাক্সিকান গায়ক ভিসেন্তে ফার্নান্দেজ মারা গেছেন। মার্কিন বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে জলিস্কো রাজ্যের একটি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

যদিও তার পরিবারের পক্ষ থেকে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যায়নি। তবে গত আগস্ট মাসে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভিসেন্তেকে।

মূলত মেরুদণ্ডের অস্ত্রোপচারের প্রয়োজন ছিল তার। এরমধ্যেই তার শরীরে ধরা পড়ে মারাত্মক রোগ গুলেন বারি সিন্ড্রোমের প্রাদুর্ভাব। যেটি তার রোগ প্রতিরোধ স্নায়ুতে ব্যাপকভাবে আক্রমণ করেছিল।

ফার্নান্দেজকে মূলত ম্যাক্সিকান সংগীতের শেষ জীবন্ত কিংবদন্তী হিসাবে বিবেচনা করা হত। যার গানের শৈলীতে নিহিত ছিল ম্যাক্সিকো গ্রামীণ মূল্যবোধ ও ঐতিহ্য। ফার্নান্দেজ ‘এল রে’, ‘ভলভার, ভলভার’ এবং ‘লাস্টিমা কিউ সিস আজেনা’র মতো হিট গানগুলোর জন্য পরিচিত ছিলেন।

ছয় দশকের ক্যারিয়ারে ভিসেন্তে তিনটি গ্র্যামি এবং নয়টি ল্যাটিন গ্র্যামি পুরস্কার পেয়েছিলেন। তার মৃত্যুতে শোকাহত বিনোদন অঙ্গন থেকে শুরু করে তার সাধারণ ভক্তরাও।