
বিরল রোগে আক্রান্ত বরুণ ধাওয়ান। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন ‘ভেস্টিবুলার হাইপোফাংশন’-এ আক্রান্ত তিনি।
সম্প্রতি ইন্ডিয়া টুডে-তে দেয়া এক সাক্ষাৎকারে বরুণ জানান, করোনা পরবর্তী সময়ে দর্শককে হলে ফেরাতে বাড়তি পরিশ্রম করতে হয়েছে। নিজের সিনেমা ‘যুগ যুগ জিও’র প্রচারণা চালাতে এতটাই পরিশ্রম করতে হয়েছে যে তার মনে হচ্ছিল যেন কোনও নির্বাচনী প্রচার চালানো হচ্ছে। সেই সময়ে নিজের ওপর বাড়তি চাপ দিয়ে ফেলেছিলেন অভিনেতা।
তবে শারীরিক অসুস্থতার কারণে আপাতত সব দৌড়ঝাঁপ বন্ধ করে দিয়েছেন বলে জানান বরুণ। অভিনেতা বলেন, ‘আমি জানতাম না আমার সঙ্গে কী ঘটছে। আমার একটা সমস্যা দেখা দিয়েছে, যেটাকে বলে ভেস্টিবুলার হাইপোফাংশন। মূলত এই রোগে শরীরের ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়। অসুস্থতার নিয়েই আমি মারাত্মক পরিশ্রম করে ফেলেছি।’
রাজ মেহতা পরিচালিত কমেডি ড্রামা ‘যুগ যুগ জিও’। বরুণ ছাড়াও ছবিতে ছিলেন কিয়ারা আদভানি, নীতু কাপুর ও অনিল কাপুর। ২০২২ সালে মুক্তি পাওয়া অন্যতম হিট বলিউড ছবি এটি। বক্স অফিসে ১৩৫ কোটির ব্যবসা করেছে ছবিটি।

বরুণকে এরপর দেখা যাবে ‘ভেড়িয়া’ ছবিতে। এই হরর কমেডি পরিচালনা করছেন অমর কৌশিক। বরুণ ছাড়াও এই ছবিতে থাকছেন কৃতী শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৫শে নভেম্বর মুক্তি পাবে ‘ভেড়িয়া’।
সূত্র: হিন্দুস্তান টাইমস
বিজ্ঞাপন