চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

৭ দিনেই ‘বারিসু’র আয় ছাড়ালো ২০০ কোটি

মুক্তির ৭ দিন পার করে ফেলেছে বিজয় থালাপতি ও রাশমিকা মান্দানা অভিনীত তামিল সিনেমা ‘বারিসু’। মুক্তির পর থেকে বক্স অফিসে দাপট অব্যাহত রেখেছে ছবিটি।

মুক্তির সাত দিনেই বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে দুই শ’ কোটি রুপির বেশি! বলিউড মুভি রিভিউজের তথ্য অনুসারে এমনটা জানা গেছে।

মুক্তির প্রথম দিনে ‘বারিসু’ সিনেমাটি আয় করে ৪৬.৯ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২০.৮৫ কোটি রুপি, তৃতীয় দিনে ১৭ কোটি রুপি ও চতুর্থ দিনে ২৩ কোটি রুপি। সে হিসেবে ৪ দিনে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় দাঁড়িয়েছিল ১০৭.৭৫ কোটি রুপি। আর গত তিন দিনে সিনেমাটি আয় করেছে ১০২.৮ কোটি রুপি। ফলে সব মিলিয়ে সাত দিনে বিশ্বব্যাপী ছবিটির আয় দাঁড়িয়েছে ২১০.৫৫ কোটি রুপি।

পারিবারিক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিজয়-রাশমিকার এই সিনেমা। শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশন্সের ব্যানারে এটি প্রযোজনা করছেন দিল রাজু। এছাড়াও  ছবিটির পরিচালনায় রয়েছেন ভামসি পায়দিপল্লী।

বিশ্বব্যাপী ৩ হাজার প্রেক্ষাগৃহে প্রদর্শিত এই সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে ২৬০ কোটি রুপি। মুক্তির আগেই সিনেমাটি ১০০ কোটি রুপি আয় করেছে।

সূত্র: বলিউড মুভি রিভিউজ