ইতালির লিগে সান সিরোতে এসি মিলানের বিপক্ষে ফ্লোরেন্টিনার ম্যাচে ভিডিও সহকারী রেফারির সিদ্ধান্ত নিয়ে চটেছেন ফ্লোরেন কোচ স্টেফানো পিওলি। ম্যাচের শেষ সময়ে এসি মিলানের পক্ষে যাওয়া ভিএআর ব্যবস্থার সমালোচনা করেছেন তিনি। পিওলি বলছেন, ভিএআর ফুটবলারদের মাঠে ডাইভে উৎসাহিত করছে।
এসি মিলান ম্যাচে জয় তুলেছে ২-১ ব্যবধানে। রোববার রাতে ১-১ ব্যবধানে সমতায় থাকার পর ৮৫ মিনিটে ডি বক্সের মধ্যে মিলানের সান্তিয়াগো জিমিনেজ ধীরভাবে পড়ে যান। ভিডিও সহকারী রেফারি তখন ফাউল দিলে স্পটকিক পায় এসি মিলান। পয়েন্ট খোয়ায় ফ্লোরেন্টিনা।
রেফারির এমন সিদ্ধান্ত ফ্লোরেন্টিনার স্পোর্টিং ডিরেক্টর ড্যানিয়েল প্রেড কলঙ্কজনক বলেছেন। আর পিওলি বলেছেন, ‘ভিএআর অনুকরণকে উৎসাহিত করার জন্য দায়ী করছি। ফুটবলের ন্যায্যতা ও সততাকে প্রশ্নবিদ্ধ করছে। এমনকি এই ব্যবস্থা নিয়ে আগের বিতর্ককেও উসকে দিচ্ছে।’







