চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

দেশে প্রথমবারের মতো জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে টিকা কর্মসূচি শুরু

‘এক ডোজ এইচপিভি টিকা নিন জরায়ু মুখের ক্যান্সার রুখে দিন’ এই শ্লোগানে দেশে প্রথমবারের মত শুরু হলো নারীদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) টিকাদান।

অচিরেই সম্প্রসারিত টিকাদান কর্মসূচি-ইপিআইতে এইচপিভি টিকা প্রদান রুটিন টিকাদান হুসেবে অন্তঃর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এতে দেশের প্রায় ১ কোটি ২০ লাখের বেশি কিশোরী বিনামূল্যে জরায়ু মুখের ক্যান্সার থেকে সুরক্ষায় এইচপিভি টিকা পাবে।

Bkash

প্রথম পর্যায়ে ঢাকা বিভাগের সব জেলায় শুরু হয়ে আগামী আগস্টের মধ্যে দেশের আটটি বিভাগের কিশোরীরা এই টিকার আওতায় আসবে। ‘গ্লোবাল এল্যায়েন্স ফর ভ্যাক্সিনেশন-গাভীর সহায়তায় এই টিকা পাচ্ছে বাংলাদেশ।

প্রাথমিকভাবে ঢাকা বিভাগের ২০ লাখ কিশোরীকে এইচপিভি টিকা দেয়ার লক্ষ্য পূরণে ব্যাপক সচেতনার আহ্বান স্বাস্থ্য সংশ্লিষ্টদের। স্বাস্থ্য মন্ত্রনালয়ের পাশাপাশি শিক্ষা মন্ত্রনালয়কে শিক্ষার্থীদের এইচপিভি টিকা গ্রহণে আগ্রহী ও অনুপ্রাণিত করতে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Reneta June

এইচপিভি টিকা সম্পর্কে সারাদেশের স্কুলসমুহে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন করে এইচপিভি টিকা সম্পর্কে জানাতে মাঠ পর্যায়ে সম্প্রসারিত টিকাদান কার্যক্রম-ইপিআই’ লিফলেট ছাড়াও এইচপিভি টিকা সম্পৃক্ত সকল তথ্য ছড়িয়ে দেবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এদেশে নারীদের ক্যান্সারের সুরক্ষার এইচপিভি টিকা প্রদান একটি যুগান্তকারী ঘটনা। যা নারী স্বাস্থ্যের সুরক্ষার পাশাপাশি নারীদের নিরোগভাবে ঘরে বাইরে কর্মক্ষেত্রে ক্ষমতায়নে ভূমিকা রাখবে।

২ অক্টোবর থেকে সীমিত পরিসরে ঢাকায় এইচপিভি টিকাদান শুরু হবে। তবে আগামী ১৫ অক্টোবর থেকে ঢাকা বিভাগের সকল জেলায় পুরোদমে শুরু হবে এইচপিভি টিকা প্রদানের এই কার্যক্রম।

বিজ্ঞাপন

আজিমপুর গার্লসের শিক্ষার্থীকে এইচপিভি টিকা দেয়ার মাধ্যমে দেশে প্রথমবারের মত জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকার প্রয়োগ শুরু হলো।

আজ টিকা নেয়া ১১ শিক্ষার্থীর মধ্যে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলের সাতজন, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের একজন, ডিপিএস স্কুলের ২ জন এবং নারায়ণগঞ্জ সরকারি স্কুলের একজন।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View