চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের আকাশে আবারও ‘অজানা বস্তু’, যুদ্ধবিমান দিয়ে ধ্বংস

চীনের গোয়েন্দা বেলুনের মতো একটি অজানা বস্তুকে সম্প্রতি আলাস্কা পর্বতের ৪০ হাজার ফুট উপরে উড়ে যেতে দেখা যায়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে যুদ্ধবিমানের মাধ্যমে গুলি করে বস্তুটি ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার এমন ঘটনা ঘটেছে বলে জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, চীনের বেলুনের মতো গতকাল একটি অজানা বস্তুকে আলাস্কার আকাশে অনেক উপর দিয়ে উড়ে যেতে দেখা যায়। বস্তুটি পেন্টাগনের স্যাটেলাইটে ধরা পড়ে। বিষয়টি নজরে আসতেই তারা সাথে সাথে বার্তা পাঠায় হোয়াইট হাউসে।এ বিষয়টি জানার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, বস্তুটিকে গুলি করে নামিয়ে দিতে নির্দেশ দেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি বলেন, মানববিহীন বস্তুটি ছোট গাড়ির আকৃতির ছিল যা বেসামরিক বিমান চলাচলের জন্য বাধা তৈরি করছিল। তবে বস্তুটি কেন বা কোথা থেকে পাঠানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়।

মার্কিন সামরিক বাহিনী একটি চীনা বেলুন ধ্বংস করার এক সপ্তাহ পর আবার এই ঘটনা রহস্যের জন্ম দিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের বক্তৃতায় জন কিরবি বলেন, শুক্রবার গুলি করা বস্তুটি, গত শনিবার দক্ষিণ ক্যারোলিনার উপকূলে ধ্বংস করা বেলুনটির চেয়ে আকারে অনেক ছোট। ইতিমধ্যে, বিউফোর্ট সাগরের হিমায়িত জলরাশি থেকে রহস্যময় এই বস্তুটির ধ্বংসাবশেষ সংগ্রহ করতে হেলিকপ্টার এবং পরিবহন বিমান মোতায়েন করা হয়েছে।

অজানা এই বস্তুটি বৃহস্পতিবার রাতে প্রথম দেখা যায়, তবে সেখানকার কর্মকর্তারা তা তখনই জনসম্মুখে প্রকাশ করেনি।