চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

মার্কিন স্পিকার পেলোসির তাইওয়ান ত্যাগ

মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান ত্যাগ করেছেন।

বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় সাউথ কোরিয়ার উদ্দেশে রাজধানী তাইপে বিমানবন্দর ত্যাগ করেন বলে এএফপিকে নিশ্চিত করেছেন তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। এরআগে তিনি চীনের হুঁশিয়ারি উপেক্ষা করে তাইওয়ানের পার্লামেন্ট পরিদর্শন ও প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন।

পেলোসির আগমনের বার্তায় মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ার করে বলেছে, পেলোসির এই সফরের মূল্য যুক্তরাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় তাইওয়ানে পৌঁছান ন্যান্সি পেলোসি।

এদিকে পেলোসি বিদায় নেবার পরপর বুধবারই তাইওয়ানের আকাশ-সীমার ভেতরে ২৭টি চীনা যুদ্ধবিমান ঢুকে পড়ে। অথচ চীন ঘোষণা করেছিল তাইওয়ানের চার দিকে মোট ছয়টি জায়গায় তারা তাজা গোলাবারুদ ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবহার করে তিন দিন সামরিক মহড়া চালাবে। মহড়াটি শুরু করার কথা ছিল আজ বৃহস্পতিবার।