ইরানের হামলা প্রতিহত করতে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র সাহায্য করেছে বলে জনিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট্রিক রাইডার।
বিবিসি জানিয়েছে, গতকাল ১ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের একটি প্রেস ব্রিফিংয়ে প্যাট্রিক রাইডার বলেছেন, মার্কিন নৌবাহিনীর ২টি মার্কিন ডেস্ট্রয়ার ইসরায়েলের দিকে আসতে থাকা ক্ষেপণাস্ত্রগুলোকে প্রতিহত করার জন্য গুলি ছুঁড়েছে। যুক্তরাষ্ট্র ধারণা করছে, ক্ষেপণাস্ত্রগুলো ইরান থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। পেন্টাগন এই হামলার সম্পর্কে অবগত ছিল না।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমার নির্দেশে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সক্রিয়ভাবে ইসরায়েলের প্রতিরক্ষাকে সমর্থন করেছে। তবে আমরা এখন পর্যন্ত জানি, (ইরানের) আক্রমণটি অকার্যকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটা ইসরায়েলি এবং মার্কিন সেনাবাহিনীর সক্ষমতার প্রমাণ। ইরানের প্রতিক্রিয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এটি এখন দেখার বাকি।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।








