চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হাসপাতালে অভিনেত্রী ঊর্মিলা, সহকর্মীদের প্রার্থনা

বুধবার দুপুর থেকেই খবর রটে, হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। পরে খোঁজ নিয়ে জানা যায়, এদিন বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।

ঊর্মিলার সর্বশেষ খবর জানিয়ে অভিনয় শিল্পী সংঘের নেতা ও জনপ্রিয় অভিনেতা রওনক হাসান জানিয়েছেন, “ঊর্মিলা অসুস্থ বোধ করায় ডাক্তার দেখাতে গেলে ডাক্তার তাকে সাথে সাথেই ভর্তি করে নেন। তার অবস্থা এখন স্থিতিশীল আছে।”

জানা যায়, মঙ্গলবার (২১ মার্চ) রাত থেকে অসুস্থতাবোধ করছিলেন এই অভিনেত্রী। বুধবার সকালে বেশি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসাপাতালে যান তিনি।

ঊর্মিলার সুস্থতা কামনা করে সহকর্মী অভিনেতা-অভিনেত্রীরা তাদের প্রার্থনা জানাচ্ছেন।

ঊর্মিলা শ্রাবন্তী কর ২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন। ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন তিনি। পেয়েছেন জনপ্রিয়তা। অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি অভিনয় শিল্পী সংঘের আইন ও কল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

Labaid
BSH
Bellow Post-Green View