এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত-নিউজিল্যান্ড ফাইনাল মহারণ দিয়ে পর্দা নামছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। শিরোপা নির্ধারণী ম্যাচে টসে জিতে রোহিত শর্মার দলকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। এই নিয়ে ভারত টানা ১৫ ম্যাচে এবং রোহিত টানা ১২ ম্যাচে টস হারলেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হচ্ছে ফাইনাল মহারণ। রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হয়েছে মাঠের লড়াই। আসরের আয়োজক পাকিস্তান হলেও রাজনৈতিক ও নিরাপত্তার কারণে দেশটিতে খেলতে যায়নি ভারত। হাইব্রিড মডেলের আসরে ভারত ম্যাচ খেলছে দুবাইতে।
টুর্নামেন্টে এখনও পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। গ্রুপপর্বে টানা তিন জয়ের পর সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে পা রাখে তারা। তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে নেমেছে রোহিত শর্মার দল। অপরিবর্তিত একাদশ নিয়ে ফাইনালে মাঠে নেমেছে ভারত।
অন্যদিকে বেশ ছন্দে রয়েছে নিউজিল্যান্ড। গ্রুপপর্বে ভারতের কাছেই শুধু হেরেছে কিউইরা। সেমিতে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয়ে ফাইনালে নাম লেখায় মিচেল স্যান্টনারের দল। ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার আক্ষেপ ঘোচানোর চ্যালেঞ্জ কিউইদের সামনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে একবারই ভারতের মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। ২০০০ সালের আসরে শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা হয়েছিল তাদের। সৌরভ গাঙ্গুলির দলকে কাঁদিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল স্টিফেন ফ্লেমিংয়ের নিউজিল্যান্ড। প্রতিযোগিতায় একবারই শিরোপা জিতেছে কিউইরা।
২০০২ সালের পরের মৌসুমে আবারও ফাইনালে ওঠে ভারত। বৃষ্টির কারণে রিজার্ভ ডেতেও ম্যাচ মাঠে না গড়ালে শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। পরে ২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে প্রতিযোগিতাটিতে দ্বিতীয়বার নিজেদের শ্রেষ্ঠত্বের দেখা পায় টিম ইন্ডিয়া।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, রাচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।








