জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশ নেয়া নারী শান্তিরক্ষীদের সব ধরনের যৌন হয়রানি রোধ করতে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। ঢাকায়, জাতিসংঘের শান্তিরক্ষী বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকের উদ্বোধনীতে অন্যান্য দেশের প্রতিনিধিরাও শান্তিরক্ষা মিশনে নারীদের নিরাপত্তার বিষয়টিকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়ার আহ্বান জানান।







