জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু, ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮ তম অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও’র মহাপরিচালক ডাক্তার আধানম গ্যাব্রিয়াসের সঙ্গে। সাধারণ পরিষদের অধিবেশনে বৈশ্বিক শান্তির পক্ষে অবস্থান তুলে ধরার পাশাপাশি বিশ্ব নিরাপত্তা, নিরাপদ অভিবাসন, রোহিঙ্গা সঙ্কট ও জলবায়ু নিয়েও কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।