চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

সৌদি আরবে ওমরাহ বাস দুর্ঘটনায় কুমিল্লার তিন জন নিহত

পরিবারের সুখের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছেন ৬ মাস আগে। কাজ করতেন একটি হোটেলে। এরমধ্যে ১২ দিনের ছুটি পেয়ে অন্যান্যদের সাথে ওমরাহ করার জন্য রওনা হয়েছিলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার মোস্তাপুর গ্রামের মামুন মিয়া। কিন্তু পথেই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।

গত সোমবার সৌদি আরবে ওমরাহ বাস দূর্ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাসটিতে অধিকাংশ যাত্রীই ছিলেন বাংলাদেশী। নিহতদের মধ্য থেকে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও প্রায় ১৮ জন।

নিহত বাংলাদেশীদের মধ্যে তিন জন কুমিল্লার বলে জানা গেছে। মামুন মিয়া তাদের একজন। তার মর্মান্তিক মৃত্যুর খবরে কুমিল্লা মুরাদনগরের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পরিবেশ। কেউ কেউ দিচ্ছেন সান্ত্বনাও। নিহত মামুনের মরদেহ বাংলাদেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা।

মামুন মিয়া ছাড়াও মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের রাসেল মোল্লা এবং দেবিদ্বার উপজেলার রাজামেহের গ্রামের গিয়াস হামিদ মৃত্যুবরণ করেছেন এ দুর্ঘটনায় ।

Labaid
BSH
Bellow Post-Green View