
রাশিয়ায় ইউক্রেনের করা আক্রমণ পুরপুরিভাবে ব্যর্থ করা হয়েছে দাবি করে রাশিয়া বলছে, ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত করেছে তারা।
আজ সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ দাবি করা হয়। তারা জানায়, ইউক্রেন গতকাল রোববার দোনেৎস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করেছিল।
তবে এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
এর আগে রুশ সেনাদের সরিয়ে পুনরায় নিজেদের অঞ্চলগুলো দখলে পাল্টা আক্রমণ চালাতে ইউক্রেন প্রস্তুত বলে দাবি করেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

টেলিগ্রামে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে সামরিক গাড়িতে হামলা হচ্ছে।রাশিয়ার দাবি, এই হামলাতেই ইউক্রেন ২৫০ জন সৈন্যের পাশাপাশি ১৬টি ট্যাংকও হারিয়েছে।