চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

আজ থেকে বাড়ছে যুক্তরাজ্যের ভিসা ফি

ব্রিটিশ সরকার ঘোষিত ভিসা ফি বৃদ্ধি আজ থেকে কার্যকর হবে। এর সাথে ছয় মাসের কম মেয়াদের যুক্তরাজ্যের ভিসার জন্য ১৫ পাউন্ড বা প্রায় ২ হাজার টাকা এবং স্টুডেন্ট ভিসার জন্য ১২৭ পাউন্ড বা প্রায় ১৭ হাজার টাকা বেশি ব্যয় করতে হবে।

এনডিটিভি জানিয়েছে, আজ ৪ অক্টোবর বুধবার থেকে যুক্তরাজ্যের ভিসার জন্য নতুন ফি কাঠামো সবদেশের জন্য কার্যকর হচ্ছে। ছাত্র, দক্ষ শ্রমিক এবং অভিবাসীদের জন্য বাড়ছে যুক্তরাজ্যের ভিসার খরচ। এছাড়াও পরিবার, বসবাস এবং নাগরিকত্ব ভিসার খরচ ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে, কাজের এবং ভ্রমণ ভিসার খরচ বৃদ্ধি পাবে ১৫ শতাংশ।

Bkash

নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যের ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড বা প্রায় প্রায় ১৬ হাজার টাকা এবং স্টুডেন্ট ভিসার জন্য গুণতে হবে ৪৯০ পাউন্ড বা প্রায় ৬৭ হাজার টাকা। এর আগে যুক্তরাজ্যের ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড এবং স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড।

শিশু শিক্ষার্থী এবং নির্ভরশীলসহ শিক্ষার্থীদের জন্য ভিসার চার্জ ৪৯০ পাউন্ড বা প্রায় ৬৭ হাজার টাকা বৃদ্ধি পাবে। তবে, যুক্তরাজ্য সরকার বলেছে যে স্বল্পমেয়াদী কোর্সের জন্য ভিসা ফি বাড়ানো হবে না। দক্ষ কর্মীদের জন্য যেখানে একটি শংসাপত্র স্পনসরশিপ তিন বছর বা তার কম সময়ের জন্য জারি করা হয়েছে এবং এই ভিসার মূল্য হবে ৭১৯ পাউন্ড বা প্রায় ৯৬ হাজার টাকা কিন্তু যদি তিন বছরের বেশি সময় ধরে স্পনসরশিপ সার্টিফিকেট দেওয়া থাকে, তাহলে ইমিগ্রেশন ফি হবে ১৪২০ পাউন্ড বা প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা।

Reneta June

তাছাড়া যদি কেউ যুক্তরাজ্যে ভিসা, থাকার অনুমতি বা নাগরিকত্ব চান তবে তাদের এর জন্য আলাদাভাবে টাকা দিতে হবে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View