অ্যানিমেটেড চলচ্চিত্র ‘পেডিংটন ইন পেরু’র নির্মাতাদের অনুরোধের পর কাল্পনিক চরিত্র প্যাডিংটন ভালুকের জন্য একটি অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করেছে যুক্তরাজ্য।
ইউপিআই জানিয়েছে, চলচ্চিত্রটির সহ-প্রযোজক রব সিলভা বলেন, তিনি এবং তার দল সিনেমাটিতে ব্যবহারের জন্য একটি রেপ্লিকা পাসপোর্ট চেয়ে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন। আমরা তাদের জানিয়েছিলাম যে, আমরা একটি প্রতিলিপি পেতে পারি কি না এবং তারা একটি অফিসিয়াল পাসপোর্ট ইস্যু করে দিয়েছে।
পাসপোর্টের প্যাডিংটনের ছবির সাথে তার জন্ম তারিখ দেয়া আছে ২৫ জুন এবং জন্মস্থান পেরু দেয়া রয়েছে। সিলভা জানান, কর্তৃপক্ষ তাকে ভালুক হিসেবে তালিকাভুক্ত করেছে।
গত শতাব্দীর দুই তৃতীয়াংশ ধরে প্যাডিংটন ভালুক যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় উদ্বাস্তু। তবে তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। ব্রিটিশ সাহিত্য ও চলচ্চিত্রের এক চরিত্র ভালুকটি।
১৯৫৮ সালের ১৩ অক্টোবর ব্রিটিশ লেখক মাইকেল বন্ডের ‘এ বিয়ার কলড পেডিংটন’ নামের বইয়ের মাধ্যমে এই ভালুকের আত্মপ্রকাশ।







