উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের স্বপ্নে এগিয়ে থাকল এসি মিলান। শেষ ষোলোর লড়াইয়ে প্রথম লেগে টটেনহ্যামকে হারিয়েছে প্রিমিয়ার লিগের দলটি। ৯ মার্চ দ্বিতীয় লেগে অন্তত ড্র করতে পারলেই কোয়ার্টারে যাবে ইতালির জায়ান্টরা।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে ইংলিশ ক্লাব টটেনহ্যামের মুখোমুখি হয়েছিল এসি মিলান। স্প্যানিশ ফরোয়ার্ড ব্রাহিম ডিয়াজের গোলে ১-০ ব্যবধানে জয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দলটি।
চিরচেনা হোম গ্রাউন্ডে শুরুতেই গোল পায় এসি মিলান। ম্যাচ শুরুর সপ্তম মিনিটে টটেনহ্যামের জালে বল পাঠান ফরোয়ার্ড ডিয়াজ। গোল শোধে মরিয়া চেষ্টা চালায় হটস্পাররা, সাফল্য আসেনি। প্রথমার্ধ শেষ হয় মিলানের হাসিতেই।
আক্রমণ–প্রতি আক্রমণে জমে ওঠে দ্বিতীয়ার্ধ। বল দখলে দাপট দেখালেও গোল করতে ব্যর্থ হয় টটেনহ্যাম। অন্যদিকে একাধিক সুযোগ পেয়ে ব্যবধান বাড়াতে পারেনি এসি মিলান। শেষপযর্ন্ত ১-০ গোলেই আসে সমাপ্তি।







