
লিগপর্ব শেষে অনূর্ধ্ব-২০ ফুটবল বিশ্বকাপের নক আউটের টিকিট কেটেছে ১৬ দল। ‘এ’ গ্রুপে থাকা রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন। প্রতিযোগিতাটির ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল ‘ডি’ গ্রুপে তিন ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট পায়। গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কেটেছে নক আউট পর্বের টিকিট।
আগামী ৩১মে বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শেষ ষোলোর ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ তিউনিসিয়া। আরেক লাতিন জায়ান্ট আর্জেন্টিনা একইদিনে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় নাইজেরিয়ার মুখোমুখি হবে।
নক আউট পর্বে উজবেকিস্তান খেলবে ইসরায়েলের সঙ্গে এবং কলম্বিয়ার বিপক্ষে নামবে স্লোভাকিয়া। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ইতালি ও ইংল্যান্ড, ম্যাচ শুরু ৩১মে বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায়।
গাম্বিয়াকে প্রতিপক্ষ পেয়েছে উরুগুয়ে। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে যুক্তরাষ্ট্র। এশিয়ার একমাত্র দেশ হিসেবে নক আউট পর্বে পা রাখা সাউথ কোরিয়ার সঙ্গে লড়বে ইকুয়েডর।