চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষের ঘটনায় দু’জনের কারাদণ্ড

ইন্দোনেশিয়ার পূর্ব জাভার কাঞ্জুরুহান স্টেডিয়ামে গত বছরের অক্টোবরে ১৩০ জনের বেশী নিহত হওয়ার ঘটনায় ফুটবল ক্লাবের সংগঠক এবং একজন নিরাপত্তা প্রহরীকে কারাদণ্ড দেয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

আজ বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার একটি আদালত ফুটবল ক্লাব ‘আরেমা এফসি’র আয়োজক কমিটির চেয়ারম্যান ‘আবদুল হারিসকে’ অবহেলার জন্য দোষী সাব্যস্ত করে দেড় বছরের কারাদণ্ড দেয়। দণ্ডপ্রাপ্ত আরেক ব্যক্তি হলেন ক্লাবটির নিরাপত্তার দায়িত্বে থাকা ‘সুকো সুত্রিসনো’। সুকোকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালতের এই রায়ে হতাশা প্রকাশ করেছে নিহতদের পরিবার।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে পূর্ব জাভার কাঞ্জুরুহান স্টেডিয়ামটিতে একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করার পর ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। এ সময় পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।

‘আরেমা এফসি’ ফুটবল ক্লাব প্রতিদ্বন্দ্বী ‘পার্সেবায়া সুরাবায়ার’ কাছে হেরে যাওয়ার পর শুরু হয় সংঘর্ষ। ম্যাচে আরেমাকে ৩-২ গোলে হারায় পার্সেবায়া।