তুরস্কে অস্থায়ী আশ্রয়কেন্দ্র বাড়ানো হচ্ছে
তুরস্ক থেকে ভূমিকম্প-উত্তর পরিস্থিতি: দু’দফা বড় দু’টি ভূমিকম্প ও অগণিত আফটার শকে ঘরবাড়ি হারিয়ে আশ্রয়কেন্দ্রে থাকছেন তুরস্কের ১১ প্রদেশের মানুষ। অস্থায়ী আশ্রয়কেন্দ্র আরো বাড়ানো হচ্ছে। তুরস্ক সরকার বলছে, মার্চে শুরু হবে বাড়ি নির্মাণের কাজ। এক বছর সময় লাগবে নির্মাণে।