ইউক্রেনের জ্বালানি অবকাঠামো খাতে এক মাসের জন্য হামলা বন্ধে রাজি হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দীর্ঘ ফোনালাপের পর ইউক্রেনে তাৎক্ষণিক ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত জানুয়ারিতে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর বিষয়টি নিয়ে পুতিনের সঙ্গে দুইবার ফোনে কথা বলেছেন ট্রাম্প। এর আগে এবারের ফোনালাপের ব্যাপারে ট্রাম্প আগেই জানিয়ে দেন। এটি দুজনের মধ্যে দ্বিতীয় আলাপ হলেও ইউক্রেন আমেরিকার প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হওয়ার পর প্রথম আলাপ।
পুতিন বলেছেন, ইউক্রেনের সাথে বিদেশী সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি বন্ধ হলেই কেবল একটি ব্যাপক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। প্রায় দুই ঘণ্টার ওই ফোনালাপে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রয়োজনীয়তা এবং টেকসই শান্তির মাধ্যমে এই সংঘাত শেষ করা উচিত বলে একমত হয়েছেন দুই নেতা।
কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ট্রাম্পের একটি প্রস্তাবেও গঠনমূলক সাড়া দিয়েছেন পুতিন। এছাড়া কৃষ্ণসাগরে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেও একমত হয়েছেন দুই নেতা। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নতুন করে শান্তি আলোচনার জন্য খুব শিগগিরই মধ্যপ্রাচ্যে বৈঠকে বসার কথা রয়েছে ইউক্রেন-রাশিয়ার।







