চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জিজ্ঞাসাবাদে কোনো জবাব দেননি ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের জিজ্ঞাসাবাদে হাজির হলেও কোনো প্রশ্নের জবাব দেননি।

বুধবার (১০ আগস্ট) তার পারিবারিক ব্যবসা নিয়ে একটি বেসামরিক তদন্তের জিজ্ঞাসাবাদে তিনি অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে হাজির হয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর এক বিবৃতিতে তিনি একথা জানান ট্রাম্প।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিবৃতিতে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসারে প্রত্যেক নাগরিককে দেওয়া অধিকারের অধীনে আমি প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানিয়েছি।

বুধবার সকালে ট্রাম্প টাওয়ার থেকে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে রওনা দেওয়ার সময় মুষ্টিবদ্ধ হাত তুলে ধরেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

নিউইয়র্ক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলে লেটিশিয়া জেমস তদন্ত করছেন ট্রাম্প অর্গানাইজেশন রিয়েল স্টেটের মূল্য বাড়িয়ে তুলে ধরেছে কিনা। ট্রাম্প এবং তার প্রাপ্ত বয়স্ক দুই ছেলে জিজ্ঞাসাবাদ এড়াতে চেয়েছিলেন, কিন্তু আদালতে হেরে যান।

এর আগে মঙ্গলবার শেষ রাতের দিকে নিজের ট্রুথ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, বুধবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দেখা করবেন তিনি।

একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে বুধবার সাক্ষ্য দেবেন ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের ছেলেদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।