চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

জেদ্দায় ট্রাভেল এজেন্সিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত

সৌদি আরবে ট্রাভেল এজেন্সিতে কর্মরত প্রতিটি বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় নবগঠিত ট্রাভেল এজেন্সিজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদায়ী রিজিওনাল ম্যানেজার শামসুল হুদা।
সৌদি সরকারের রাষ্ট্রীয় আইন কানুন মেনে এই ব্যবসায় আরও বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে এ সংগঠন অগ্রণীর ভূমিকা পালন করবে। এই বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তিনি, গতকাল তাকে দেয়া এক সংবর্ধনা সভায় এই আহ্বান জানান তিনি।
তৌসিফ ট্রাভেল এজেন্সির সৌজন্যে সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও  চ্যানেল আইয়ের সৌদি আরব প্রতিনিধি এম ওয়াই আলাউদ্দিন।মার্কেটিং ম্যানেজার হানিছ উজ্জ্বল সরকার উজ্জ্বলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত রেজিওনাল ম্যানেজারস মোজাম্মেল হক, ফাইন্যান্স ম্যানেজার মোসাদ্দেক চৌধুরী, ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আনিসুর রহমান, সহকারী স্টেশন ম্যানেজার আমিনুল ইসলাম, প্রোগ্রামের উদ্যোক্তা তৌসিফ ট্রাভেলস এর কর্ণধার নাঈম উদ্দিন, ফোরছান ট্রাভেলস এর ব্রাঞ্চ ম্যানেজার সাইমুন ইসলাম, আরো উপস্থিত ছিলেন আরমান ইউনুছ, জসিম উদ্দিন, হোসেন, অর্পিতা, ও মারোয়া সরকার।