
ভারতের দক্ষিণাঞ্চলে তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি পর্যটকবাহী বাস ৫৫ জন যাত্রীসহ খাদে পড়েছে। এই ঘটনায় ৮ জন যাত্রী নিহত হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
পর্যটক বাসটি যাত্রীসহ টেনকাসি যাচ্ছিল। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।
বাসটি বাঁকে বাঁকে চলতে গিয়ে খাদে পড়ে যায়। উদ্ধার কর্মীদের উদ্ধারকাজ চালানোর জন্য হতাহতদের কাছে দড়ি বেঁধে নামতের হয়েছে।

দুর্ঘটনায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর শোক। নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়া হবে। যারা আহত হয়েছেন তাদের ৫০ হাজার রুপি দেয়া হবে।
বিজ্ঞাপন