
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে টসে হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ। এ ম্যাচ দিয়েই টাইগার পেসার খালেদ আহমেদের ওয়ানডে অভিষেক হচ্ছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু ম্যাচ।
টাইগারদের একাদশে এসেছে দুই পরিবর্তন। চোটের কারণে নেই পেসার তানজিম হাসান সাকিব। একাদশে আজ নুরুল হাসান সোহানকে রাখা হয়নি। অভিষিক্ত খালেদের সঙ্গে পেস আক্রমণে থাকবেন মোস্তাফিজুর রহমান ও আকস্মিক স্কোয়াডে দল পাওয়া হাসান মাহমুদ।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, খালেদ আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
বিজ্ঞাপন