চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

যে কারণে ‘স্পাইডারম্যান’ ছাড়তে চাইছেন টম হল্যান্ড

‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। প্রথম দিন থেকেই হাউজফুল। দর্শক-সমালোচক মহলে প্রশংসা পাচ্ছেন টম হল্যান্ড। এমন সাফল্য পেয়েও ‘স্পাইডারম্যান’ চরিত্র থেকে ইস্তফা নিতে চাইছেন অভিনেতা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। ‘স্পাইডারম্যান’ চরিত্রটির সঙ্গে টম হল্যান্ড যেন মিশে গেছেন। তাকে ছাড়া ‘স্পাইডারম্যান’ কল্পনা করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে ভক্তদের জন্য।

Bkash July

‘পিপল’-এ দেয়া এক সাক্ষাৎকারে টম হল্যান্ড বলেছেন, ‘আমি প্রতিটি মিনিট উপভোগ করেছি। মার্ভেল ও সনির কাছে কৃতজ্ঞ। দারুণ লাগলো। আমি স্পাইডারম্যানকে বিদায় জানাতে না চাইলেও আমার মনে হয় আমি এখন প্রস্তুত চরিত্রটিকে বিদায় জানানোর জন্য।’

টম হল্যান্ড জানান, তিনি চান না তার জন্য নতুন কোনো প্রতিভা এই চরিত্রে কাজের সুযোগ থেকে বঞ্চিত হোক।

Reneta June

টম হল্যান্ডকে প্রথম দেখা যায় ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ ছবিতে। এরপর মার্ভেলের ছয়টি ছবিতে ‘স্পাইডারম্যান’ চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে। -কইমই

Labaid
BSH
Bellow Post-Green View