লন্ডনভিত্তিক ব্যারিস্টার ও আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ টবি ক্যাডম্যান বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন।
সোমবার (১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় তিনি তার পদত্যাগের বিষয়টি জানান। তবে পদত্যাগের পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখনো জানানো হয়নি।
এই পদত্যাগের ঘটনা এমন এক সময় সামনে এলো, যখন ২০২৪ সালের জুলাই মাসে শেখ হাসিনা সরকার উৎখাতের পর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) আগামীকাল তাদের দ্বিতীয় রায় ঘোষণা করতে যাচ্ছে।
জানা গেছে, ২০২৫ সালের ১৯ নভেম্বর তার সাথে ১ বছরের যুক্তি শেষ হয়েছে। পরে আর চুক্তি নবায়ন করেনি সরকার।
এরআগে, ২০২৪ সালের ২০ নভেম্বর লন্ডনভিত্তিক গার্নিকা ৩৭ ল’ ফার্মের যুগ্ম প্রধান টবি ক্যাডম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিশেষ পরামর্শক নিয়োগ দেওয়া হয়।
রায়ের আগমুহূর্তে তার পদত্যাগ আইসিসি প্রক্রিয়া ও সংশ্লিষ্ট তদন্ত নিয়ে সরকার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।








