টিম ডেভিড। অপরিচিত নাম নয়। ডানহাতি মিডলঅর্ডার ব্যাটার, অফব্রেক বোলার। প্রায় সাড়ে ৬ ফুট উচ্চতার ২৬ বর্ষী এ ক্রিকেটারের ঝুলিতে আন্তর্জাতিক অভিজ্ঞতা বলতে সিঙ্গাপুরের হয়ে খেলে ফেলা ১৪ টি-টুয়েন্টি। এবার অপেক্ষা বিশ্বকাপে খেলার। সেটিও আবার ছোট ফরম্যাটের ক্রিকেটে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার জার্সিতে।
সিঙ্গাপুরের টিম ডেভিড আর সিঙ্গাপুরের নেই অনেক বছর ধরেই। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। দাপটেই খেলেন। বিগ ব্যাশে হোবার্ট হ্যারিকেনসের হয়ে আলো ছড়িয়েছেন। অবশেষে ডাক পড়ল অজি দলে। সেটি সরাসরি ঘরের মাঠের বিশ্বকাপ মঞ্চে।
ডেভিডকে রেখে বৃহস্পতিবার অ্যারন ফিঞ্চের নেতৃত্বে ১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। বিশ্বকাপের জন্য সবার আগে দল দিলো তারাই। গত টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন কেবল লেগ স্পিনার মিচেল সোয়েপসন।
জন্ম সিঙ্গাপুরে হলেও ডেভিডের মা–বাবা অস্ট্রেলিয়ান। দুবছর বয়স থেকেই থাকছেন পার্থে। ২০১৯ সালে কাতারের বিপক্ষে টি-টুয়েন্টি অভিষেক সিঙ্গাপুর জার্সিতে। আছে ৫৫৮ রান, ৪৬.৫০ গড়ে, সর্বোচ্চ অপরাজিত ৯২ রানের সাথে স্ট্রাইকরেট ১৫৮.৫২। চারটি ফিফটি নামের পাশে। উইকেট নিয়েছেন ৫টি।
সিঙ্গাপুরের হয়ে সবশেষ দুম্যাচে ৩২ বলে ৯২ এবং ৪৬ বলে ৫৮ রানের দুই মারকুটে ইনিংস উপহার দিয়েছিলেন ডেভিড। ২০২০ সালের মার্চ থেকে আর খেলেননি দলটিতে। গত দুবছরে হরেক ফ্র্যাঞ্চাইজি লিগে শখানেক ম্যাচ খেলে দু-হাজারের কাছাকাছি রান করেছেন, প্রায় ১৭০ স্ট্রাইকরেটে। গড়ে ৫ বলে একটি করে বাউন্ডারি হাঁকিয়েছেন। পিএসএলের গত আসরে তো প্রায় দুইশ স্ট্রাইকরেটে রান তুলেছেন। আইপিএলে ডাক পেয়ে তারপর রান করেছেন দুইশর বেশি স্ট্রাইকরেটে। ন্যাটওয়েস্ট টি-টুয়েন্টি ব্লাস্টেও একই। যেখানেই নেমেছেন, টি-টুয়েন্টির চাহিদা মিটিয়েছেন ঝড় তুলেই। অজি নির্বাচকরা তাই সুযোগ দিতে দুবার ভাবেননি।
মাসের শেষে তিনটি টি-টুয়েন্টি খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। বিশ্বকাপের এই দলটাই খেলবে। শুধু ওয়ার্নার আসবেন না। ক্যামেরুন গ্রিন তার বিকল্প। ২২ অক্টোবর সিডনিতে শিরোপা ধরে রাখার মিশনে প্রতিবেশী তাসমান পাড়ের নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে অজিরা।
অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিশ (উইকেটরক্ষক), স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, কেন রিচার্ডসন।






