চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্পাইডার-ম্যান চরিত্রে অডিশন দিয়েছিলেন টাইগার

বলিউডে ইতোমধ্যেই নিজের অ্যাকশনের যাদু দেখিয়েছেন টাইগার শ্রফ। তবে তার চূড়ান্ত লক্ষ্য হলো হলিউড! ইতোপূর্বে এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন অভিনেতা।

যদি নিজ লক্ষ্যে এখনো পৌঁছাতে পারেননি টাইগার তবে হলিউড সিনেমার জন্য অডিশন দেওয়া হয়েছে তার! জানা গেছে, হলিউডের জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন টাইগার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টাইগার শ্রফ বলেন, ‘আমি স্পাইডার-ম্যান চরিত্রের জন্য অডিশনও দিয়েছি। নির্মাতাদের কাছে আমার শো রিলের একটি টেপ পাঠিয়েছিলাম। আমার দক্ষতায় তারা মুগ্ধ হয়েছিল। তাদের বলেছিলাম, ভিএফএক্স-এর খরচ অনেক বাঁচিয়ে দিতে পারব কারণ স্পাইডার-ম্যান যা করতে পারে আমি সেগুলোর বেশিরভাগই পারি।’

টাইগার শ্রফ জানান, স্পাইডার-ম্যান চরিত্রটিতে প্রায় চূড়ান্ত হয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর তাকে বাছাই করা হয়নি। যদিও ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ সিনেমার হিন্দি সংস্করণে কণ্ঠ দিয়েছিলেন টাইগার শ্রফ।

মার্ভেলের বিভিন্ন সিনেমায় ২০০২ সালের পর থেকে এখন পর্যন্ত টোবে ম্যাগুয়ের, অ্যান্ড্রু গারফিল্ড ও টম হল্যান্ডকে স্পাইডার-ম্যান চরিত্রে দেখা গেছে। এছাড়া গত বছর ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’ সিনেমাতে তাদের তিনজনকে একসঙ্গে দেখা গেছে।

সূত্র: হিন্দুস্থান টাইমস