চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

নতুন শিক্ষাক্রমের ইতিবাচক দিক জানালেন শিক্ষামন্ত্রী

মোরশেদ আলম:
চালু করা নতুন শিক্ষাক্রমে মাধ্যমে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে, সমস্যা সমাধান করতে শিখবে,মানবিক সৃজনশীল মানুষ হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

শনিবার (২০ মে) দুপুরে শিল্পকলা একাডেমীতে চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ বলেন।

মন্ত্রী বলেন, পৃথিবীতে প্রতিযোগিতার চাইতে সহযোগিতার বিষয়ে অনেক জোর দেয়া হচ্ছে। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে সেই সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে, সেজন্যই এখন শিক্ষাপদ্ধতি একেবারে ভিন্ন করে ফেলা হয়েছে। অভিজ্ঞতা ভিত্তিক শিখন, করে করে শেখা। আর যেটা শিখছি, সেটা প্রয়োগ করে দেখা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর সালমান শামসুল আলম মোহন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর দিল আফরোজা বেগম, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপাচার্য  প্রফেসর ডক্টর হাবিবুর রহমান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোঃ নাসিম আখতার, জেলা প্রশাসক কামরুর হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ ও পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমূখ।