চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যুক্তরাষ্ট্রের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের ন্যাশভিলের একটি স্কুলে বন্দুকধারীর হামলায় তিন শিশুসহ ৬ জন নিহত হয়েছে। পরে পুলিশের গুলিতে মারা গেছেন ২৮ বছর বয়সী নারী বন্দুকধারীও।

পুলিশ জানায়, বন্দুকধারীর কাছে দু’টি অ্যাসল্ট রাইফেলসহ তিনটি আগ্নেয়াস্ত্র ছিল। হামলার কারণ এখনো স্পষ্ট নয়।

স্থানীয় মনরো ক্যারেল জুনিয়র চিলড্রেন হাসপাতালের মুখপাত্র জন হোসের জানিয়েছেন, গুলিতে স্কুলের তিনজন কর্মী নিহত হয়েছেন। আর তিনজন শিক্ষার্থীকে হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়।

তিন থেকে এগারো বছর বয়সী শিক্ষার্থীদের জন্য পরিচালিত বেসরকারি মিশনারি স্কুল দ্য কভনেন্টে হামলার পর পুলিশের সহায়তায় শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ন্যাশভিলের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বন্দুক সহিংসতা রোধে আরও জোরালো পদক্ষেপের অংশ হিসেবে কংগ্রেসকে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে বিল পাসের আহ্বান জানিয়েছেন।