চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

মার্কিন কংগ্রেসে জো বাইডেনের দীর্ঘ ভাষণ

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন আজ কংগ্রেসে তার প্রথম বড় আকারের ভাষণ দিয়েছেন। ভাষণে রিপাবলিকানদের একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। মার্কিন রিপাবলিকান দল প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ গ্রহণ করার পর এটাই তার প্রথম ভাষণ।

নবনির্বাচিত রিপাবলিকান হাউস স্পিকার কেভিন ম্যাকার্থি এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ভাষণ চলাকালীন জো বাইডেনের সাথে যোগ দেন।

এই বক্তৃতায় তিনি তার সাক্ষরিত অবকাঠামো এবং ব্যয় আইনসহ নানা বিষয়ে কথা বলেন। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থার উন্নতি পরিকল্পনা থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের  বিভিন্ন জায়গায় বন্দুকহামলা ও  চীনের স্পাই বেলুনের মতো বিষয়ও উঠে আসে তার বক্তৃতায়।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী দেশটির রাষ্ট্রপতিদের প্রতি বছর কংগ্রেসে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিতে হয়।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের ভাষণটি এই মুহূর্তে চলমান আছে। ভাষণটি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্ব গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।