এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিশ্বের অন্যতম ভয়ানক হরর থ্রিলার বলা হয় সিনেমাটিকে! আজও দর্শকদের ঘুম হারাম করে রাখে। এখনো যখন সিনেমাটি কেউ দেখেন, ওই রাতের ঘুম সিঁকেয় উঠে! সিনেমাটি হরর জগতের এক অভূতপূর্ব ক্লাসিক হিসেবে স্বীকৃতি পেয়েছে।
যে ভয়ংকর সিনেমাটির কথা বলা হচ্ছে, তার নাম ‘দ্য এক্সরসিস্ট’ (১৯৭৩)। ৫০ বছরের বেশী সময় আগে নির্মিত এই সিনেমাটি মুক্তি পেয়েছিলো মাত্র ২৫টি থিয়েটারে! এই সময়ের হিসেব অনুযায়ী ছবির বাজেট ছিলো মাত্র ১০৪ কোটি টাকা!
আর কতো আয় করেছিলো জানেন? শুনলে চোখ রীতিমত কপালে উঠবে! ১০০ কোটি বাজেটে নির্মিত সেই সময়ের এই সিনেমাটি বক্স অফিসে আয় করেছিলো প্রায় চার হাজার কোটি টাকা!
ছোট্ট মেয়ে রিগান ম্যাকনেইল একটি দানবীয় শক্তির আক্রমণে অধঃপতিত হয়। তার মা, অভিনেত্রী ক্রিস ম্যাকনেইল, দুইজন পাদরি এবং অভিজ্ঞ এক্সরসিস্ট ফাদার মেরিনের সাহায্যে মেয়েটিকে উদ্ধার করার জন্য লড়াই করেন। রিগানের আচরণ ও কণ্ঠের ভয়ঙ্কর পরিবর্তন দর্শকদের নাড়া দেয়!
সিনেমাটি কেন এত ভয়ঙ্কর? ছবিটি শুধুই চিৎকার বা কমেডি নয়, এটি পুরোপুরি সত্যিকারের ভয় দেখায়! ধীরে ধীরে ভয় বাড়ানো, ধর্মীয় থিম ব্যবহার এবং দর্শকদের অদৃশ্য আতঙ্কের মুখোমুখি করানো— এই সব মিলিয়ে ছবিটি অতিশয় তীব্র এবং গভীর। মুক্তির সময় দর্শকরা অসুস্থ হয়ে পড়ার ঘটনাও ঘটে। কিছু দেশে এটি নিষিদ্ধও হয়।
প্রধান অভিনয়শিল্পীদের মধ্যে রিগান ম্যাকনেইলের চরিত্রে লিন্ডা ব্লেয়ার, ক্রিস ম্যাকনেইলের চরিত্রে এলেন বার্সটিন, ফাদার কারাসের চরিত্রে জেসন মিলার এবং ফাদার মেরিনের চরিত্রে ম্যাক্স ভন সিডউ অভিনয় করেন।
ছবির শক্তিশালী অভিনয়, ভয়ঙ্কর পরিবেশ এবং ধর্মীয় থিম হরর সিনেমার জন্য নতুন মানদণ্ড স্থাপন করে। যুগ যুগ ধরে ‘দ্য এক্সরসিস্ট’ হরর জগতের এক অপ্রতিদ্বন্দ্বী ক্লাসিক হিসেবে মানুষের মনকে কাঁপিয়ে রেখেছে। ইন্ডিয়া.কম








