চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যে রিজার্ভ আছে তাতে ছয়মাসেও কোন সমস্যা হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশে যে রিজার্ভ আছে তাতে ছয়মাসেও কোন সমস্যা হবে না। পেট্রোল-অকটেনের মজুদও রয়েছে পর্যাপ্ত। তারপরও বৈশ্বিক পরিস্থিতির কারণে সবাইকে সাশ্রয়ী হতে হবে, যাতে সঙ্কট সৃষ্টি না হয়।

বুধবার আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইন্সটিটিউশনে আলোচনা সভায় অনলাইনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির হাতে দেশ কখনই নিরাপদ নয়। অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক লীগের ২৮ বছর পূর্তি উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করেছিল জিয়াউর রহমান, পরে তা করেছে বিএনপি।

বৈশ্বিক পরিস্থিতিতে সকলকে বিদ্যুৎ ও জ্বালানী ব্যবহারে সাশ্রয়ী হতে বলেন, আর যারা না জেনে সমালোচনা করছেন তারা জ্ঞানের কারণে ছোট বিষয় ভুলে যান বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

কে কী বললো সেদিকে না তাকিয়ে সরকারের কাজগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।