অন্যান্য বছরগুলোর তুলনায় এবছর পৌষে শীতের তিব্রতা কম অনুভূত হচ্ছে। এল নিনোর প্রভাবে পৌষের প্রথমার্ধে অর্থাৎ এবছর ডিসেম্বর পর্যন্ত শীতের তিব্রতা কম থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জানুয়ারি মাসে তীব্র শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে।
আজ ২১ ডিসেম্বর বৃহস্পতিবার পৌষ মাসের প্রথম ৫ দিন পার হয়ে গেলেও হাড়-কাঁপানো শীতের দেখা মেলেনি। তবে জানুয়ারিতে মাঘ মাস শুরুর আগেই তীব্র শৈত্যপ্রবাহ হতে পারে। আগামী শুক্র এবং শনিবার দেশের উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি হতে পারে। এসময় আকাশে মেঘের উপস্থিতি থাকায় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আজ আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আজ সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ভোর ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৭ মিনিটে।








