এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য এবং সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, আগামী নির্বাচন ঘিরে দেশে কোনো অনিশ্চয়তা নেই। দেশের কল্যাণেই ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত।
শনিবার (১৬ আগস্ট) এক আলোচনায় তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, তা সরকার ও নির্বাচন কমিশন আইনী প্রক্রিয়ায় সমাধান করবে। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না তা সময়ই বলে দেবে।
তিনি আরও মন্তব্য করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন শুধু নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।








