
ইভিএমে ভোট হলে রাতে ভোট হওয়ার কোনো আশঙ্কা থাকেনা বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি বলেছেন, ব্যালটে ভোট হলেই বরং ভোট কারচুপির আশঙ্কা বেশি থাকে।
আজ বৃহস্পতিবার পুরো কমিশনকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গণমাধ্যমের সঙ্গে প্রেস ব্রিফিং এর সময় একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। দেশের অন্যান্য নির্বাচন কমিশনাররাও সে সময় উপস্থিত ছিলেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে পুরো ভোট ব্যালটে হতে যাওয়ার প্রসঙ্গে তিনি সিইসি বলেন, কোনো চাপে কিংবা বিএনপিকে ভোটে আনার জন্য ইভিএম বাতিল করা হয়নি বরং অর্থ সঙ্কটই এর কারণ।
তিনি আরও বলেন, রাত এবং দিনের ভোট নিয়ে জনমনে যে বির্তক তৈরি হয়েছে ইভিএমে ভোট হলে সেই সমালোচনার অবসান হতো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশ গ্রহণে রাজনৈতিক সমাধান চাইছেন বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।

পাঁচটি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপিকে ভোটে আসার আহ্বান জানিয়ে সিইসি বলেন, আগাম ভোটের কোনো আশঙ্কা নেই। ভোট হবে রোডম্যাপ অনুযায়ী।