চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি নছের মার্কেট এলাকায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮ টায় আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান,  রাত ৮টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুট গোডাউনে আগুন লাগে। আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট ৫ জনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমরা ৮টা ৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এখন জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও ডিবিএল ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনও আগুন লাগার কারণ জানা যায়নি।

Labaid
BSH
Bellow Post-Green View