চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নারীদের কাজের সুযোগ দিতে তালেবানের প্রতি জাতিসংঘের আহ্বান

প্রচণ্ড শীতে বেঁচে থাকার লড়াইয়ে মরিয়া আফগানদের ব্যাপক সহায়তা প্রচেষ্টায় নারীদের অংশ নেয়ার সুযোগ দিতে তালেবানদের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান।

বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতিতে থাকা আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি ক্ষুধার্ত এবং প্রায় ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে। সম্প্রতি দারিদ্র্যপীড়িত দেশটিতে ভয়াবহ ঠান্ডায় অন্তত ১৬৬ জন মারা গেছে। গতবছর তালেবান এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করার পর সংকট ঘনীভূত হয়।

Bkash July

সম্প্রতি কেবলমাত্র স্বাস্থ্যখাতে নারীদের কাজ করার অনুমতি দেয় আফগান কর্তৃপক্ষ।

জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিতস সোমবার ৩০ জানুয়ারি সাংবাদিকদের বলেছেন, ‘আফগানিস্তানে ভয়ংকর ঠান্ডা পড়ছে। গত শীতে আমরা টিকে থাকার ব্যবস্থা করতে পেরেছি। এটি অনির্দিষ্টকালের জন্যে চালানো যাবে কিনা আমি জানি না।’

Reneta June

তিনি বলেছেন, ‘জাতিসংঘ মানবাধিকার কার্যক্রম পুরোপুরি চালানোর জন্যে ছাড় দেয়ার বিষয়টি আরও সম্প্রসারিত করতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছেন।’

কাবুলে গত সপ্তাহে কয়েকজন তালেবান নেতার সঙ্গে সিনিয়র এনজিও কর্মকর্তাদের বৈঠক হয়। এতে এনজিও কর্মকর্তাদের নেতৃত্ব দেন গ্রিফিতস। বৈঠকে তালেবান নেতারা এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে এনজিও কর্মকর্তাদের আশ্বস্ত করেন।

তিনি বলেন, ‘আশা করি আমাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। কারণ যথাযথ মানববিক কার্যক্রম ছাড়া দিন যাওয়া আফগান জনগণের জন্যে সুখকর নয়।’

আফগানিস্তানে ১০ জানুয়ারি থেকে মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড তুষারপাত ও শীতল বায়ু প্রবাহ  এবং নিয়মিত বিদ্যুৎবিভ্রাট।

Labaid
BSH
Bellow Post-Green View