২ লাখেরও বেশি মানুষের মর্মান্তিক মৃত্যু
ইরাক যুদ্ধের ২০ বছর আজ। ২০০৩ সালের ১৯ মার্চ ইরাকে বিমান হামলা এবং ২০শে মার্চ থেকে স্থল হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্টর সিদ্ধান্তে পূর্ণ সমর্থন দিয়েছিলো যুক্তরাজ্য। ইরাক যুদ্ধে প্রাণ হারান ২ লাখের বেশি মানুষ। ইরাক যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে বদলানোর পাশাপাশি বহু মানুষের জীবনকে ধ্বংস করে দিয়েছে বলে মনে করেন ইরাকের জনগণ। বেশিরভাগ মার্কিনীও মনে করেন, ইরাকে আগ্রাসন চালারো যুক্তরাষ্ট্রের ভুল সিদ্ধান্ত ছিল।